চট্টগ্রামের রাউজানে পরাগ ধর তপু (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যের আকস্মিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (৪ জুন) বিকেল ৩টায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রামগতি রামধর জমিদার বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
পরাগ ধর তপু ওই এলাকার প্রয়াত মানিক ধরের ছেলে।
ওই ওয়াডের ইউপি সদস্য মিটু শীল বলেন, পরাগ ধর স্ট্রোক করে মারা গেছে বলে শুনেছি।
ডাবুয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী বলেন, আমি তাদের ঘরে গিয়ে তপুর মৃতদেহ শোয়া অবস্থায় দেখেছি। এ বিষয়ে তিনি আর বেশি কিছু জানেন না বলে জানান।
এদিকে স্থানীয় লোকজন জানিয়েছেন, শারীরিক ও মানসিক অশান্তি থেকে নিজ বসতঘরে তপু গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন নানা বিষয়ে টেনশনে ছিলেন।
এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, আত্মহত্যার বিষয়ে কেউ আমাকে জানায়নি।
পরাগ ধর তপু সাবেক ছাত্রনেতা ছিলেন। তিনি উপজেলায় বিভিন্ন মহলে পরিচিত ব্যক্তি ছিলেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ