চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

দায়িত্ব নেওয়ার পরদিনই ‘গুরুতর অসুস্থ’ হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক

হাটহাজারী সংবাদদাতা

৪ জুন, ২০২৩ | ৫:০৫ অপরাহ্ণ

আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নবনির্বাচিত মহাপরিচালক মুফতি খলীল আহমদ কাসেমী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

রবিবার (৪ জুন) বিকাল আড়াইটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষক নায়েবে মোহতামিম মাওলানা শোয়াইব জমীরীর ছেলে হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা বশিরুল করিম।

 

তিনি জানান, রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১১টা ২০ মিনিটে মাদ্রাসায় নবনির্বাচিত মহাপরিচালক মুফতি খলীল আহমদ কাসেমী শিক্ষকদের সঙ্গে মিটিং করেন। এরপর থেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন রয়েছে।

 

প্রসঙ্গত, গত শনিবার হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুহাম্মদ ইয়াহয়া ইন্তেকাল করায় একইদিন শূরা কমিটির জরুরি বৈঠকে মুফতি খলীল আহমদ কাসেমীকে মাদ্রাসার মহাপরিচালক নির্বাচিত করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট