দুই বছর এক মাস বয়সী ছোট্ট শিশু আদনান আবিদুল্লাহ। জন্ম থেকেই সে জটিল হৃদরোগে আক্রান্ত। যার ফলে দিন দিন তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আবিদুল্লাহর বাবা আবদুস সালাম ফিরোজপুরের বাসিন্দা। তবে বর্তমানে চট্টগ্রামের মিরসরাইয়ের বড়দারোগারহাট সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারের অফিস সহকারী (আউট সোর্সিংয়ে নিয়োগকৃত) হিসেবে কর্মরত। সন্তানকে বাঁচাতে ইতোমধ্যে তিনি জমি জমা বিক্রিসহ নিজের সর্বস্ব খুঁইয়ে চিকিৎসা চালিয়েছেন। কিন্তু কোন লাভ হয়নি।
চিকিৎসকরা জানিয়েছে, আদনানের সুচিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যেতে হবে। সেখানে খরচ হবে কমপক্ষে ৭ লাখ টাকা। এতো টাকা তার পক্ষে জোগাড় করা কিছুতেই সম্ভব নয়। তাই প্রাণ প্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের সকল হৃদয়বান মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুস সালাম। সোনালী ব্যাংক, মিরসরাই শাখার সঞ্চয়ী হিসাব নম্বর: ০৮১৪৪০১০১৯৮৭০। বিকাশ ও নগদ নম্বর ০১৭৭২-১১৪৫৫৪।
পূর্বকোণ/জেইউ/পারভেজ