
হাটহাজারী পৌর সদরে মূল্যতালিকা না টাঙ্গানোর দায়ে চার প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।
এ সময় মদন স্টোর ১৫ হাজার, সৈয়দ স্টোর ৫ হাজার, হাজী সালাম স্টোর ৫ হাজার ও বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, পৌরসভার বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না থাকা ও পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারার কারণে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ