চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়র গোল্ডকাপ ওয়ার্ড ফুটবলে ২টি খেলাতেই পয়েন্ট ভাগাভাগি

১৭ নভেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় ও সিটি কর্পোরেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে গতকাল ২টি খেলাই গোলশুণ্য (০-০) ড্র হয়েছে। এতে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ১৪ নং লালখান বাজার ও ৩২ নং আন্দরকিল্লা এবং ২য় খেলায় ১১ নং দক্ষিণ কাট্টলী ও ৬নং পূর্ব ষোলশহর মুখোমুখি হয়।

২টি খেলার মধ্যে তুলনামুলকভাবে ১১ নং দক্ষিণ কাট্টলী ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের মধ্যেকার খেলাটি বেশ উপভোগ্য ও আকর্ষণীয় ছিল। এ খেলায় যে কেউ জিততে পারতো। দুু-দলের খেলাতেই ছিল পরিকল্পনার ছাপ। গোছানো ফুটবলে উপস্থিত দর্শকদের দু-দলই আনন্দ দিতে সক্ষম হয়েছে। এরপরও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের খেলায় বেশ কিছুটা প্রাধাণ্য পরিলক্ষিত হয়েছে। এ খেলায় ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের মিডফিল্ডার সায়েম সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন চসিক ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার। প্রথম ম্যাচের মুখোমুখি দু-দল ১৪ নং লালখান বাজার ও ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের খেলাটি ছিল মোটামুটি বলতে গেলে একেবারেরই সাদামাটা। এরপরও দু-দল জয়ের জন্য আপ্রাণ লড়াই করেও গোলের দেখা পায়নি। এর ফলে দু-দলকেই ১ পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ঠ থাকতে হয়েছে। এতে সেরা খেলোয়াড় মনোনিত হয়েছেন ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের আইয়ুব ইসলাম। খেলা শেষে তাকে পুরস্কার বিতরণ করেন চসিক ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির মানিক। আজ ১৭ নভেম্বর ২টি খেলা অনুষ্ঠিত হবে। এতে বিকেল ৩টা ৪৫ মিনিটে ২৪ নং উত্তর আগ্রাবাদ ও ৩০ নং পূর্ব মাদারবাড়ি এবং বিকেল ৫টা ২৫ মিনিটে ১২ নং সরাইপাড়া ও ৪ নং চান্দগাঁও ওয়ার্ড মুখোমুখি হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট