চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ফিরেই ব্যস্ত নাইম আফিফ বিপ্লব

স্পোর্টস ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৯ | ৪:৪৩ পূর্বাহ্ণ

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরেই আবার ব্যস্ত হয়ে ফিরবেন সময়ের তিন আলোচিত তরুণ ক্রিকেটার নাইম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও আফিফ হোসেন ধ্রুব। গত সোমবার রাতে নাগপুর থেকে রাজধানীতে পৌঁছেছেন তিন তরুণ। আজ বুধবার সকাল থেকেই আবার শেরে বাংলায় অনুশীলনে নেমে পড়বেন তারা। আগামীকাল থেকে বাংলাদেরশে বসছে এশিয়ান ইমার্জিং ক্রিকেটের আসর। চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকাসহ এশিয়ার ৮ দেশ অংশ নেবে এ আসরে। মূলতঃ অনূর্ধ-২৩ আসর। যদিও ২৩ বছরের বেশি আরও ৪ ক্রিকেটার দলে নেয়া যাবে। তবে এক ম্যাচে তিন জনের বেশি খেলানো যাবে না। বলার অপেক্ষা রাখে না নাইম শেখ, আমিনুল বিপ্লব ও আফিফ হোসেন ধ্রুব আছেন বাংলাদেশ ইমার্জিং দলে। বাঁ-হাতি টপ অর্ডার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের অধিনায়ক। গত ১০ নভেম্বর থেকে শেরে বাংলায় চলছে স্বাগতিক বাংলাদেশ দলের অনুশীলন। লংকান কোচ চম্পকা রামানায়েকের অধীনেই চলছে অনুশীলন। আজ বুধবার থেকে প্র্যাকটিসে যোগ দেবেন নাইম শেখ, আমিনুল বিপ্লব ও আফিফ। জাতীয় দলের নির্বাচক ও ইমার্জিং কাপে স্বাগতিক বাংলাদেশ স্কোয়াডের একমাত্র নির্বাচক (প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ভারতে জাতীয় দলে সাথে আছেন) হাবিবুল বাশার গতকাল এ তথ্য জানানোর পাশাপাশি এশিয়ান ইমার্জিং কাপে বাংলাদেশের শক্তি-সামর্থ্য ও সম্ভাবনা নিয়েও কথা বলেছেন।

হাবিবুল বাশার বলেন, মূলতঃ এশিয়ার ক্রিকেট শক্তিগুলোর পাইপলাইন সমৃদ্ধ করতেই এ উদ্যোগ।

অতীতের স্মৃতি টেনে বাশার বলেন, ‘আগের দুইবার পাকিস্তানের মত শক্তিকে হারানোর পরও এশিয়ান ইমার্জিং কাপে আমরা ফাইনাল খেলতে পারিনি। প্রথমবার ভারতের কাছে হেরে পরেরবার অর্থ্যাৎ সর্বশেষ আসরে শ্রীলঙ্কার কাছে সেমিতে হেরে বিদায় নিতে হয়েছে। তবে এবার আমরা আশাবাদী। মনে হয় আগের চেয়ে এবারের দল অনেক সুগঠিত। বেশ কিছু তরুণ প্রতিশ্রুতিশীল ক্রিকেটার আছে। তারা নিবিড় অনুশীলনেও আছে। কাজেই এই দল নিয়ে আশা করাই যায়।’-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট