চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাজকোটেও মাশরাফি

৮ নভেম্বর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

রাজকোটের নয়নাভিরাম সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। এ মাঠে আছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাইন করা ব্যাট, এ কথা শুনে অনেকে অবাক হতে পারেন! প্রশ্ন তুলতে পারেন-কীভাবে সেই ভেন্যুতে ম্যাশের ব্যাট? হ্যাঁ, ভারত সফরে যাননি, ম্যাচ দেখতেও যাচ্ছেন না মাশরাফি। তবে এ মাঠে আছে তার স্মৃতি। স্মৃতিবিজড়িত বিভিন্ন উপাদানে সমৃদ্ধ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে ৬০টি ক্রিকেট ব্যাট। তাতে রয়েছে বিভিন্ন ক্রিকেটারের স্বাক্ষর। আছে বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নসারথিরও স্বাক্ষর। ২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন মাশরাফি। সেবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। একটি ব্যাটে দলটির সতীর্থদের সঙ্গে তার নামও শোভা পাচ্ছে। নামের পাশে কালো মার্কারে অঙ্কিত আছে মাশরাফির স্বাক্ষর। তবে তিনি কখনও সৌরাষ্ট্রে এসেছিলেন কিনা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তার স্বাক্ষর সংগ্রহের পর কোনো সংগ্রাহক বা ভেন্যু কর্তৃপক্ষ যত্ন করে ব্যাটটিকে স্টেডিয়ামের স্মৃতি-সংগ্রহশালায় স্থান দিয়েছেন।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট