চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফ্রান্স ও ইংল্যান্ড আছে কক্ষপথেই

রোনালদো ফিরলেন, পর্তুগালও পেল প্রথম জয়

স্পোর্টস ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

যতবার ফিরে আসার চেষ্টা করেছে সার্বিয়া, ততোবারই আরও দূরে সরে গেছে পর্তুগাল। আর যতদূর গিয়েছে পর্তুগাল, জয় ততো কাছে এসেছে তাদের। বেলগ্রেডে ছয় গোলের ম্যাচে শেষে পর্যন্ত পর্তুগাল জিতেছে ৪-২ ব্যবধানে। ইউরো বাছাইপর্বে আগের দুই ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্রুপ ‘বি’-তে নিজেদের তৃতীয় ম্যাচে এসে ইউরো জয়ী পর্তুগাল পেয়েছে প্রথম জয়। ৩ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুইয়ে। পর্তুগালের চেয়ে দুই ম্যাচ বেশি খেলা ইউক্রেন সবার ওপরে ১৫ পয়েন্ট নিয়ে। ঘরের মাঠে এই সার্বিয়ার সঙ্গে বাছাইপর্বের শেষ ম্যাচে ড্র করেছিল পর্তুগাল। সেই হিসাবে বেলগ্রেডে ম্যাচটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা ছিল পর্তুগালের জন্য। ৪-২ গোলের স্কোরলাইন দেখে অবশ্য বোঝার উপায় কম। তবে পর্তুগালের জয়টা একেবারে সহজও ছিল না। পর্তুগালের চার গোলের একটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৮০ মিনিটে রোনালদোর গোলের আগে ম্যাচে গোল হয়েছে আরও তিনটি। ইউরো বাছাইয়ে একই সময়ে শুরু হওয়া গ্রুপ এইচের অন্য ম্যাচে ফ্রান্স জিতেছে ৪-১ গোলে। আলবেনিয়ার বিপক্ষে ঘরের মাঠে জোড়া গোল করেছেন কিংসে কোমান, অলিভিয়ের জিরু ও জোনাথন ইকোনে করেছেন বাকি দুই গোল। অ্যান্টোয়ান গ্রিযমান ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে জয়ের ব্যবধান বাড়ত ফ্রান্সের। শেষে গিয়ে আলবেনিয়া পেনাল্টি থেকে শোধ করেছে এক গোল। ৫ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে ফ্রান্স। আর সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে থাক তুরস্ক ও আইসল্যান্ড আছে যথাক্রমে দুই ও তিন নম্বরে। ওদিকে ইংল্যান্ডের জার্সিতে হ্যারি কেইন যেন রীতিমত অদম্য। ওয়েম্বলিতে বুলগেরিয়ার বিপক্ষে কেইনের হ্যাটট্রিকে বুলগেরিয়াকে ৫-০ গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের দল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট