চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কোরিয়া কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে চট্টগ্রামের সাফল্য

ক্রীড়া প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:০১ অপরাহ্ণ

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে এবং দক্ষিণ কোরিয়া দূতাবাসের আর্থিক পৃষ্ঠপোষকতায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে আয়োজিত তিনদিনব্যাপী কোরিয়া কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ গতকাল শনিবার ঢাকায় শেষ হয়েছে। এতে জুনিয়র মহিলা বিভাগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার আপ হয়েছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। চট্টগ্রাম ৪টি স্বর্ণ এবং ২টি রৌপ্য পদক লাভ করে। এ ছাড়া জুনিয়র পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রানার আপ হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। চট্টগ্রাম ২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ১টি তাম্্র পদক লাভ করে। গতকাল সমাপনী দিনে পানি সম্পদ মন্ত্রালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কোরিয়ান রাষ্ট্রদূত মি. হু কাং-ইল। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোর্শেদ হোসেন কামাল এবং সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট