চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিটাগং ইন্ডিপেনডেন্টের শুভ সূচনা, সাকিবের হ্যাটট্রিকে ইসলামী বিশ^বিদ্যালয়ের সহজ জয়

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

সিজেকেএস-পিওরিয়া আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম দিনেই বর্তমান চ্যাম্পিয়ন আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় ৬-০ গোলে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং’কে হারিয়েছে। খেলায় হ্যাটট্রিক করে সাকিব জয়টাকে আরো রাঙিয়ে দিয়েছেন। একই মাঠে অনুষ্ঠিত অপর খেলায় চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ১-০ গোলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্পন্সর প্রতিষ্ঠান পিওরিয়া ফুড প্রোডাক্টস লি.’র পরিচালক মো. কফিল উদ্দিন ও দখিনা’র সম্পাদক প্রফেসর সরোয়ার জাহান। চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সিজেকেএস ফুটবল কমিটির চেয়ারম্যান এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এ সময় মঞ্চে সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল ও পিওরিয়া ফুড প্রোডাক্টস লি.’র অতিরিক্ত জেনারেল ম্যানেজার শিপলু বড়–য়াসহ একাধিক সিজেকেএস নির্বাহী সদস্য ও কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন বিশ^বিদ্যালয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল দিনের প্রথম খেলায় ভাল খেলেও হেরে যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খেলায় আগাগোড়া প্রাধাণ্য বিস্তার করেও নেহাৎ ভাগ্যদোষে প্রথম খেলাতেই পরাজয়ে স্বাদ নিয়ে মাঠ ছাড়ে। দলটি বেশ কয়েকটি সুযোগ হাড়ছাড়া করার পর দুটি গোলের প্রচেষ্টা ক্রস ও সাইড বারে লেগে প্রতিহত হয়। অন্যদিকে খেলায় প্রানপণ লড়াইয়ের চেষ্টায় থাকা চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি একমাত্র সুযোগটি কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। দলের হয়ে খেলার ২৭ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন ফাহিম। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি মাহামুদুল হাসান মামুন এবং সহকারি ছিলেন মো. হারুণ ও সানোয়ার হোসেন। অপর খেলায় একচেটিয়া প্রাধান্য বিস্তার করা আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়ের হয়ে ১৩ মিনিটে গোলের সূচনা করেন হ্যাটট্রিক ম্যান সাকিব। এরপর ২৮ মিনিটে নোবেল ও ৩১ মিনিটে বেলাল গোল করলে প্রথমার্ধে ৩-০ গোলের এগিয়ে থাকে আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়। এরপর ৩৭ ও ৫৬ মিনিটে আরো ২টি গোল করে এ টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক আদায় করে নেন আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়ের সাকিব। শেষ দিকে ৭০ মিনিটে হাসান গোল করলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়। খেলাটি পরিচালনা করেন আরেক ফিফা রেফারি জি এম চৌধুরী নয়ন এবং সহকারি ছিলেন হেলাল উদ্দিন চৌধুরী টিপু ও নুরুল আমিন। আজকের খেলা: সাদার্ন বিশ্ববিদ্যালয় বনাম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম। (বিকেল ৫টা)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট