চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মিরপুর টেস্টে তাইজুলের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২২ | ১১:১৪ পূর্বাহ্ণ

মিরপুরে শেষ টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ১৯ রান বিনা উইকেটে। এরপর ভারতীয় দুই ওপেনার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। তবে ভারত শিবিরে ইনিংসের ১৪তম ওভারে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এরপর আবারও ১৬তম ওভারে তাইজুলের আঘাত।

শুরুটা হয়েছিল ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে দিয়ে। এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ১০ রানের মাথায় ফিরিয়ে দিনের শুভসূচনা করেন তাইজুল। এরপর আরেক ওপেনার শুভমান গিলকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে ২০ রানের মাথায় ফিরিয়ে দেন তাইজুল। এই মুহূর্তে ভারতীয় দলের সংগ্রহ ৩৮ রান ২ উইকেট হারিয়ে।

আগের দিন ব্যাট করা শুভমান গিলের সঙ্গে এই মুহূর্তে উইকেটে রয়েছেন চেতেশ্বর পূজারা। এর আগে গতকাল প্রথম ইনিংসে টস জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল ২২৭। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন মুমিনুল হক।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট