চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আবেগী বার্তা

২৮ জুলাই, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

গত শুক্রবারকলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। লঙ্কান দলে বর্তমান সময়ের সেরা বোলার ছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ অডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলে বিদায় নেন তিনি। ফাইনালেও ছিলেণ সেই চেনা রূপে। ৯.৪ ওভারে বল করে ৩৮ রান খরচে নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৬ রান করে। বিদায়ী ম্যাচে বিপক্ষ দলের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানও তার প্রশংসা করতে ছাড়েননি। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজ মালিঙ্গাকে নিয়ে দিয়েছেন ছোট্ট এক আবেগী বার্তা। কার্টার মাস্টার লিখেন, ‘তোমার (মালিঙ্গা) সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা সৌভাগ্যের ব্যাপার। আমি জানি, তুমি কতটা ভালো পরিকল্পনাকার, প্রেরণাদায়ক ও ভালো একজন মানুষ। দ্বিধাহীনভাবে একজন মহান ক্রিকেটার। ক্যারিয়ারে যেভাবে লড়াই করেছ তা সবাইকেই প্রেরণা দিবে। একদিনের ক্রিকেট তোমাকে মিস করবে। সবসময় স্মৃতিতেই থাকবে। বিদায় কিংবদন্তী! ধন্যবাদ মালিঙ্গা।’-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট