চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:১২ অপরাহ্ণ

মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আয়োজনে আগামী বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রামের ৭ জন প্রয়াত ক্রীড়া সংগঠক ও একজন সিজেকেএস কর্মচারীর নামে গঠিত ৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করছে। আজ ২৩ ফেব্রুয়ারি সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আ জ ম নাছির উদ্দীন এই তথ্য জানিয়েছেন।
এসময় তিনি বলেন, করোনা মহামারীর কারণে খেলাধুলা দীর্ঘসময় ধরে বন্ধ রয়েছে। এমন অবস্থায় অসহায় মানবেতর জীবনাযাপন করছেন আমাদের ক্রীড়াবিদরা। তাই সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে খেলাধুলাকে ধীরে ধীরে মাঠে নামানোর প্রয়াসে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১২টি নির্দেশনা মেনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ক্রীড়া জগতে নিবেদিত ৭ জন সংগঠক ও সিজেকেএস’র একজন গ্রাউন্ডসম্যানের অবদানকে স্মরণে রেখে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দলের নাম রাখা হয়েছে। সিজেকেএস’র সম্পূর্ণ অর্থায়নে টুর্নামেন্টের জন্য ২২ লাখ ৬০ হাজার  টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ আলী আব্বাস, দিদারুল ইসলাম চৌধুরী, এড.শাহীন আফতাবুর রেজা চৌধুরী, এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ,সিজেকেএস ক্রিকেট কমিটি সম্পাদক আবদুল হান্নান আকবরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯ টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ-সভাপতি সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই টুর্নামেন্ট উদ্বোধন করবেন বলে জানা গেছে।
পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট