চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফুটবলে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ, ফের শীর্ষে বেলজিয়াম

ফুটবলে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ, ফের শীর্ষে বেলজিয়াম

ক্রীড়া প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২০ | ৫:৪২ অপরাহ্ণ

ফিফা র‌্যাংকিংয়ে আরো দুই ধাপ পিছিয়ে ১৮৬তম অবস্থানে বাংলাদেশ। এর আগে ১৮৪তম অবস্থানে ছিলেন জামাল ভূঁইয়ারা। ফিফার ওয়েবসাইটে বুধবার (১০ ডিসেম্বর) প্রকাশিত র‌্যাংকিংয়ে এই পতন দেখা গেছে।

গত ৪ ডিসেম্বর দোহায় ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপের এশিয়ান অঞ্চলের প্রাথমিক পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছিল কাতার ও বাংলাদেশ। ওই ম্যাচে ৫-০ গোলে স্বাগতিকদের কাছে হার মানেন জেমি ডে’র শিষ্যরা। এই দুর্দান্ত জয়ে কাতার এক ধাপ এগিয়ে তারা উঠে গেছে ৫৮ নম্বরে।

এদিকে, মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালের বিপক্ষে জেতার পর ৩ ধাপ এগিয়েছিল বাংলাদেশ। কিন্তু শক্তিশালী কাতারের বিপক্ষে বড় হারের পর বাংলাদেশ এখন ১৮৬তম।

এশিয়ার দেশগুলোর র‌্যাংকিংয়ে পরিবর্তন ঘটলেও পরিবর্তন নেই সেরা দশে। যথারীতি যথাক্রমে শীর্ষে আছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, উরুগুয়ে, মেক্সিকো ও ইতালি।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট