চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশের জয়ে বিশ্ব মিডিয়ায় বন্দনা

স্পোর্টস ডেস্ক

৪ জুন, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

অবশেষে আইসিসি কর্মকর্তাদের মুখে হাসি। ম্যাড়ম্যাড়ে ও একপেশে সব ম্যাচ দেখে দর্শকরা যখন হতাশ হতে শুরু করেছিলেন, তখনই বাংলাদেশ জমিয়ে দিল টুর্নামেন্ট। বিশ্বকাপের জমজমাট মঞ্চে প্রথম ধাক্কা যখন পাকিস্তানের ২০ ওভারে অলআউট হয়ে যাওয়া, তখন ওভালে সাউথ আফ্রিকাকে উড়িয়ে বাংলাদেশের জয় মুখ রাখল এশিয়ার। চারদিকে একই শব্দ, বাঘের গর্জন কি এবার সত্যিই শুরু হল বিশ্বকাপে? বিশ্বকাপ শুরুর আগ থেকেই বাংলাদেশের ক্রিকেটাররা বলে আসছেন, এবার সেমিফাইনাল খেলবেন তারা। বাংলাদেশ সেমিফাইনাল খেলবে কি না, সময় বলবে। তবে বিশ্বকাপের চারনম্বর দিনে বাংলাদেশই সুপারহিট। প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের সুপারহিট জয় বড়সড় জায়গা করে নিয়েছে বিশ্ব মিডিয়ায়। যার অধিকাংশই বাংলাদেশের দারুণ জয়ে বন্দনার সুর ধরেছে। বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের পর টুইটারে প্রথম প্রশংসা আইসিসির। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার টুইটে লেখা হয়, ‘বাংলাদেশ ২১ রানে জিতেছে। সম্পূর্ণভাবে একটি অসাধারণ অলরাউন্ড টিম পারফরম্যান্স।’ যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে চমক শুরু করেছে বাংলাদেশ, সেই দেশের ক্রীড়া দৈনিক স্পোর্টস টুয়েন্টিরফোর শিরোনাম করেছে, ‘বাংলাদেশের কাছে হেরে সংকটে প্রোটিয়াদের বিশ্বকাপ স্বপ্ন।’ দেশটির আরেক প্রত্রিকা দ্য সাউথ আফ্রিকান শিরোনাম করেছে, ‘প্রোটিয়াদের পায়ে শিকল পড়িয়েছেন সাকিব-মুশফিক।’ আর দ্য সিটিজেনের শিরোনাম, ‘শিকারি বাঘের কাছে নখ হারিয়েছে প্রোটিয়ারা।’ বিবিসি লিখেছে, ‘বাংলাদেশ শক সাউথ আফ্রিকা ইন ওয়ার্ল্ডকাপ। ভেতরে বর্ণনায় বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। ভারতের টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ‘২১ রানে জয়ী বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় পরাজয়।’ ভেতরে বর্ণনায় লেখা, ‘রোববার ওভাল দেখল বাঘের গর্জন। অসংখ্য ভক্তের উন্মাদনার সামনে ইনজুরি আক্রান্ত সাউথ আফ্রিকাকে ২১ রানে ডুবিয়েছে বাংলাদেশ। টাইগাররা যখন পারফেক্ট শুরু করল, তখন দ্বিতীয় হার মানল প্রোটিয়া। প্রথম এশিয়ান দেশ হিসেবে শর্ট বলের বিরুদ্ধে চমৎকার পাল্টা আক্রমণ করেছে বাংলাদেশ।’ ভারতের আরেক দৈনিক ইন্ডিয়া টুডে লিখেছে, ‘রেকর্ড গড়েই দক্ষিণ আফ্রিকাকে স্তব্ধ করেছে বাংলাদেশ।’ ভেতরের লেখায় অবশ্য ‘অঘটন’ শব্দটি ব্যবহার করেছে পত্রিকাটি। লিখেছে, রোববার দ্য ওভালে ২১ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বাংলাদেশ বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছে। এই বিশ্বকাপে বাংলাদেশেই প্রথম এশিয়ান দল, যারা জয় পেয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তাদের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। কিন্তু বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ জিতে নিয়েছে।’ ভারতের বাংলা দৈনিক এই সময় শিরোনাম করেছে, দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে যাত্রা শুরু বাংলাদেশের! আনন্দবাজারের শিরোনাম ‘ওভালে ব্যাঘ্রগর্জনে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা, কীভাবে ডি কক-প্লেসিসদের হেলায় হারাল বাংলাদেশ।’ পরে তারা আরেকটি শিরোনাম করেছে, ‘ওভালে বাংলাই বাঘ’। তবে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে কটূক্তি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। টাইগারদের দুর্দান্ত জয়কে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে সংবাদমাধ্যমটি পেশাদারিত্বের চরম সংকটের প্রকাশ ঘটিয়েছে। বাংলাদেশের জয়কে ব্রেকিং নিউজ হিসেবে দিয়ে এনডিটিভি লিখে, ‘বিশ্বকাপের প্রথম দুঃখজনক ঘটনা, বাংলাদেশ চমকে দিয়েছে দক্ষিণআফ্রিকাকে।’ ফরাসি বার্তা সংস্থা এএফরি শিরোনাম, ‘বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সম্মান চান মাশরাফি।’ এই একই শিরোনাম করেছে পাকিস্তানের ইংরেজি পত্রিকা ডন। পাকিস্তানের জিও নিউজ অনলাইন লিখেছে, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।’ আর দেশটির এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, ‘কর্তৃত্ব বজায় রেখে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। ‘গত ১২ বছরে আমাদের ক্রিকেট দীর্ঘ পথ ধরে এসেছে’ সাকিব আল হাসানের এই মন্তব্য দিয়ে বাংলাদেশের জয়কে তুলে ধরেছে শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট