চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তাঁবুর শহর মিনা

২১ মে, ২০১৯ | ৩:০২ পূর্বাহ্ণ

মিনা (তাঁবুর শহর বলেও পরিচিত) হল সৌদি আরবের মক্কা প্রদেশের অন্তর্ভুক্ত মক্কা শহরের পার্শ্ববর্তী এলাকা। মক্কা থেকে এর দূরত্ব ৫ কি.মিটার এবং এটি মক্কা থেকে আরাফাতের দিকে যাওয়ার সড়কের পাশে অবস্থিত। এর আয়তন প্রায় ২০ বর্গ কি.মিটার।
গুরুত্ব : হজের অংশ হিসেবে মিনায় অবস্থান করতে হয় বলে মিনা অধিক পরিচিত। ১ লাখের চেয়েও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে হাজিদের সাময়িক অবস্থানের ব্যবস্থা করা হয়। শয়তানের প্রতীক স্তম্ভে পাথর নিক্ষেপ করার হজের রীতি মিনায় সম্পাদন করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট