চট্টগ্রাম সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সুষ্ঠু নির্বাচন আয়োজনে ‘কারিগরি সহায়তা’ দিতে চায় জাতিসংঘ

অনলাইন ডেস্ক

২ ডিসেম্বর, ২০২৪ | ১০:২২ অপরাহ্ণ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ‘কারিগরি সহায়তার’ প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

 

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাতে তিনি সহায়তার প্রস্তাব দেন বলে ইসি সচিব শফিউল আজিম সাংবাদিকদের জানিয়েছেন।

 

ইসি সচিব বলেন, “কোন কোন ক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা সহায়তা করতে পারে, সেই বিষয়ে জানতে চেয়েছেন তিনি (গোয়েন লুইস)। তারা সাধারণত যে সমস্ত ফিল্ডে কাজ করে ফ্রি-ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট বা কোনো ধরনের ট্রেনিং বা আমাদের কী রিকয়ারমেন্ট…এসব নিয়ে কাজ করতে চান।

 

“মাত্র দেখা হল। উনারা তো আসলেন, জানলাম, এরপর তো যোগাযোগ হবে,” বলেন তিনি।

 

নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে গোয়েন লুইসও কথা বলেন। ক্ষমতার পটপরিবর্তনের পর নতুন নির্বাচন কমিশন ‘স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে’ বলে মনে করেন তিনি।

 

সিইসির সঙ্গে সাক্ষাত নিয়ে তিনি বলেন, “একসঙ্গে টেকনিক্যাল বিষয়ে কাজ করার বিষয়টি নিশ্চিত করা নিয়ে কথা বলেছি। এটা খুবই প্রাথমিক মিটিং। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে, তারা স্বাধীনভাবে কাজ করবে এবং এই বিষয়ে অন্তবর্তী সরকারের সমর্থন পাবে আশা করছি।”

 

গণআন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের এক মাস পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে আওয়ামী লীগ সরকারের সময়ে গঠিত কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দেড় মাস শূন্য থাকার পর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন কমিশন গঠিত হয়।

 

বাকি চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

 

গত ২৪ নভেম্বর নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন শপথ নেয়। শপথ নেওয়ার পরই ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে সবাইকে ‘আশ্বস্ত’ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট