চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

রেলওয়ে-সহজ যোগসাজশে টিকিট কালোবাজারি, ১৪ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৪ | ১১:৪০ অপরাহ্ণ

রেলওয়ের টিকিট কাউন্টারের বুকিং কর্মচারী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহজ ডটকমের কর্মকর্তা-কর্মচারী ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের যোগসাজশে টিকিট কালোবাজারি করা হতো। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব বলেছে, বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকা থেকে ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত দুটি চক্রের হোতা মো. সেলিম, উত্তম চন্দ্র দাসসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় অবৈধভাবে সংগ্রহ ও মজুত রাখা ১ হাজার ২৪৪টি টিকিট, ১৪টি মোবাইল ফোন ও ২০ হাজার টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তার অন্যরা হলো– কমলাপুর রেলস্টেশনকেন্দ্রিক চক্রের হোতা সেলিমের প্রধান সহযোগী আনোয়ার হোসেন ওরফে কাশেম, অবনী সরকার সুমন, হারুন মিয়া, মো. মান্নান, আনোয়ার হোসেন ওরফে ডাবলু, মো. ফারুক, শহীদুল ইসলাম বাবু, মো. জুয়েল, আব্দুর রহিম এবং তাদের তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশনকেন্দ্রিক চক্রের হোতা উত্তমের প্রধান সহযোগী মোর্শিদ মিয়া ওরফে জাকির, আব্দুল আলী ও মো. জোবায়ের।

 

র‍্যাবের মুখপাত্র বলেন, সেলিম ও উত্তমের নেতৃত্বে তাদের সহযোগীরা উপযুক্ত সময়ে সংগ্রহ করা টিকিট নিয়ে স্টেশনের ভেতরে অবস্থান করে। স্টেশনে এসে টিকিট না পাওয়া যাত্রীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে। ট্রেন ছাড়ার সময় যত এগিয়ে আসত, তাদের টিকিটের দাম তত বেড়ে যেত। লভ্যাংশের ৫০ ভাগ তারা পেত; বাকি টাকা কাউন্টারের বুকিং কর্মচারী, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহজ ডটকমের কর্মচারী-কর্মকর্তা ও আইটি বিশেষজ্ঞদের দিয়ে দিত।

 

র‍্যাবের এ কর্মকর্তা জানান, সেলিম প্রায় ৩৫ বছর ধরে টিকিট কালোবাজারি করে আসছে। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। ওইসব মামলায় বিভিন্ন মেয়াদে কারাগারেও ছিল সে। জামিনে মুক্তি পেয়ে আবার একই অপরাধে জড়িয়েছে। তার সহযোগী আনোয়ার হোসেন কাশেম প্রায় ১৫ বছর ধরে টিকিট কালোবাজারিতে জড়িত। মাদকসহ একাধিক মামলায় সে কারাগারে ছিল। অন্যদিকে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মানুষের সহানুভূতির সুযোগ নিয়ে দীর্ঘ সময় রেলস্টেশন এলাকায় থেকে উত্তম প্রায় ১৫ বছর টিকিট কালোবাজারি করে আসছে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। সেও জামিনে মুক্তি পেয়ে আবার একই অপরাধে জড়িয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট