চট্টগ্রাম রবিবার, ২৬ মে, ২০২৪

সর্বশেষ:

আইনশৃঙ্খলা বাহিনীর ৬৫০ জনকে বদলি ও পদায়নে ইসির সম্মতি

অনলাইন ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৩ | ৮:০০ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সশস্ত্র ও নিরস্ত্র মোট ৬৫০ জন কর্মকর্তা ও সদস্যকে বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন।

এদের মধ্যে রয়েছেন উপপরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই), সার্জেন্ট, কনস্টেবল পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যগণ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ সম্মতির কথা জানানো হয়েছে।

বদলি ও পদায়নের অনুমতিপ্রাপ্তদের মধ্যে নিরস্ত্র ও সশস্ত্র মিলিয়ে এসআই ৩৭ জন, নিরস্ত্র পুলিশ পরিদর্শক ২৩ জন এবং নিরস্ত্র ও সশস্ত্র এএসআই ৫৭ জন।

এছাড়া একজন সার্জেন্ট, একজন টিএসআই, সাতজন নায়েক ও ৫২৪ জন কনস্টেবলকে বদলির অনুমতি দিয়েছে ইসি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট