চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

মোংলায় ৮০ যাত্রী নিয়ে ট্রলারডুবি

অনলাইন ডেস্ক

২৬ মে, ২০২৪ | ১২:৫৮ অপরাহ্ণ

অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপারের সময় বাগেরহাটের মোংলায় একটি ট্রলার ডুবে গেছে। আজ রবিবার সকাল ৯টায় মোংলা নদীর ঘাটে এই দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোর থেকেই ট্রলারে করে শত শত যাত্রী নদী পার হয়েছেন। সকালে ইপিজেডের বিভিন্ন কারখানার ৮০ জন শ্রমিক নিয়ে একটি ট্রলার নদী পার হচ্ছিল। ট্রলারটি তীরের কাছাকাছি এসে ডুবে যায়। এ সময় ট্রলারের যাত্রীরা তীরে উঠে আসে। তবে কোনো যাত্রী নিখোঁজ থাকতে পারেন এমন আশঙ্কায় তল্লাশি চালাচ্ছে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল ।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের স্বজনেরা। এ ঘটনার পর থেকে মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধ রয়েছে।

ঝড়ের মধ্যে ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয়ে জানতে চাইলে মোংলা নদী পারাপার ট্রলারমালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম বাবুল বলেন, ‘যাত্রীরা লাফিয়ে লাফিয়ে ট্রলারে উঠে পড়লে আমাদের কী করার আছে।’

এদিকে, ডুবে যাওয়া ট্রলারে থাকা যাত্রীদের অধিকাংশ মোংলা ইপিজেডের ভিআইপি কারখানার শ্রমিক ছিলেন।

মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, ‘ট্রলার দুর্ঘটনার পরপরই খোঁজখবর রাখছি। কোনো যাত্রী নিখোঁজ আছে কিনা, সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট