চট্টগ্রাম বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪

ফাইল ছবি

মির্জা ফখরুলের অভাবটা অনুভব করছেন কাদের

অনলাইন ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২৩ | ৪:৫৯ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকায় বাগ্‌যুদ্ধের জবাবের অনুপস্থিতি উপলব্ধি করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মনোভাব প্রকাশ করেন তিনি। সেখানে নানা কথার ফাঁকে মির্জা ফখরুলের প্রসঙ্গ আসে। একজন সাংবাদিক জানতে চান, বিএনপি মহাসচিব দীর্ঘদিন ধরে জেলে থাকায় তাকে কাদের ‘মিস করছেন’ কি না।

 

জবাব দিতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মিস করা’ শব্দটা তিনি বলতে চান না, তবে অভাবটা তিনি অনুভব করেন।

 

থাকলে ভালো হত। এই যে…. মানে এটা… এমন একটা বিষয়, যে কথাবার্তার মধ্য দিয়ে এটা একটা সুস্থ প্রতিযোগিতা। এতে গণতন্ত্রই লাভবান হয়।

 

তো, এখন এখানে আইনের ব্যাপার যখন বাধা হয়ে দাঁড়ায়, তখন তো করণীয় কিছু নেই… থাকলে ভালো হত।”

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমি অভ্যাসগতভাবে “মিস” করা বলি, ওইভাবে বলতে চাই না। আমি বলছি, ওনার সঙ্গে প্রতিদিনই কাউন্টার (পাল্টাপাল্টি) কথাবার্তা হয়। বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনিও আক্রমণ শাণিত করেন। তো সেটার জবাব দিতে ভালো লাগে। সেদিকটা অবশ্যই এখন অনুপস্থিত। এটা ঠিকই। মিস-টিস এইগুলা বলতে চাই না।’

 

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, সারা দেশে আগুন–সন্ত্রাস করে, বিএনপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এটা প্রশ্ন। এটা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র। তাদের নাশকতার লক্ষ্য হচ্ছে, ৭ জানুয়ারির নির্বাচনকে নাশকতার মাধ্যমে বানচাল করা।

 

বিএনপির নাশকতা কর্মকাণ্ড প্রতিরোধে আইনপ্রয়োগকারী সংস্থারও দায়িত্ব আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা তারা তাদের দায়িত্ব পালন করবে। এই নির্বাচন আমাদের সফল করতে হবে, শান্তিপূর্ণ করতে হবে। ব্যাপক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, ‘এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার জন্য সমমনা সবার সঙ্গে আমরা বসছি, আলাপ–আলোচনা করে যাচ্ছি। দেশের মানুষকে ভয়ভীতির মধ্যে রাখার চক্রান্ত করছে বিএনপি। এর মধ্যেই ব্যাপক ভোটার উপস্থিত করতে হবে। তারা যতই নাশকতা করুক, মানুষ নির্বাচনমুখী, মানুষ ভোট দিতে উন্মুখ। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট