চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

তিন ফুট উচ্চতার ভুয়া ডিবি কর্মকর্তা

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৩ | ৯:৫৩ অপরাহ্ণ

রাজবাড়ীতে ডিবি অফিসার পরিচয়ে প্রতারণা অভিযোগে মো. শামসুর রহমান মফিজ (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক মফিজের উচ্চতা তিন ফুট। সে পাংশা উপজেলার চর ঝিকড়ী পশ্চিমপাড়া গ্রামের মো. হারেজ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ) মুকিত সরকার।

এ সময় তিনি বলেন, গত ২১ নভেম্বর গুলশান ঢাকার ডিবি অফিসার পরিচয় দিয়ে প্রতারণার ঘটনায় একটি মোবাইল ফোনসহ প্রতারক চক্রের সদস্য মো. শামসুর রহমান মফিজকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে প্রতারণার ঘটনা স্বীকার করে। তার বিরুদ্ধে পূর্বেও কুষ্টিয়া সদর থানায় প্রতারণার মামলা হয়। সে দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে বিভিন্ন সরকারী কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এ ঘটনায় পাংশা মডেল থানায় বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকার গুলশান ডিবি অফিসের অফিসার বলছি। আপনি সোহেল রানা বলছেন, আপনার নামে অজ্ঞাত মার্ডার মামলা হয়েছে। মামলার দায় হতে রক্ষা পেতে হলে বিশ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে মামলাটি গুলশান থানা থেকে পাংশা থানায় ট্রান্সফার করা হবে।

পরে টাকা না দিলে রাতে অন্য একটি মোবাইল নাম্বার থেকে ওই মোবাইল নাম্বারে পুনরায় ফোন করে নিজেকে পাংশা থানার অফিসার পরিচয় দিয়ে বিশ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে পরের দিন পাংশা থানা পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসবে বলে হুমকি দেয়। এভাবেই মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করেন সে। এমন অভিযোগের ভিত্তিতেই পাংশা থানা পুলিশ কৌশলে তাকে গ্রেপ্তার করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট