ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত পাঁচজন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৭ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ