কাশ্মীরে ডাল লেকে হাউজবোটে আগুন লেগে নিহত তিন বাংলাদেশির মৃতদেহ হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আনা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকালে ভারতের দিল্লি থেকে তিনটি কফিনে করে কার্গো বিমানে করে তাদের মৃতদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনটি মৃতদেহ ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে বিমানবন্দর থানা পুলিশ। মৃতদেহ তিনটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার মো. আবু হোসেন সরকার বলেন, গত শনিবার ১১ নভেম্বর কাশ্মীরে হাউজবোটে আগুন লেগে তিন বাংলাদেশি মারা গিয়েছিল। এরমধ্যে দুজন প্রকৌশলী ছিল। নিহতরা হলেন- গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল ও উপ বিভাগীয় প্রকৌশলী ইমন দাশগুপ্ত ও তাদের বন্ধু ব্যবসায়ী মো. মঈনুদ্দিন।
তিনি আরো বলেন, জানতে পেরেছি তাদের তিনজনের বাড়িই চট্টগ্রামে। ভারতে তাদের তিনজনেরই ময়নাতদন্ত হয়েছে। তবে আগামীকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও তাদের ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।
ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ভারত থেকে তিনজনের লাশ ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে বিমানবন্দর থানা পুলিশ।
এদিকে রাজধানীর বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, ভারত থেকে দেশে আসা নিহত ৩ জনের দেহ পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাদের আলাদাভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সেজন্য সিআইডির সহযোগিতায় আদালতের অনুমতিতে তাদের ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে চিহ্নিত করে আলাদা করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এজন্য আপাতত মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পূর্বকোণ/জেইউ