চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বলো এসব সত্যি কিনা?

সজল আশফাক

১২ জুলাই, ২০২১ | ২:৪২ অপরাহ্ণ

বলতে পারো,
বইপত্তর ঘেটে,
বিচি খেলে
গাছ কি গজায় পেটে?
সেই গাছটাই বেড়ে শেষে
বেরোবে কান ফুঁড়ে!!
ডালপালারা থাকবে আমার
চারপাশটায় জুড়ে!
মিথ্যা কথা বললে নাকি,
নাক বেড়ে হয়
ইঞ্চি ছয়!
আশেপাশের সবাই দেখি
এমন কয়,
পাচ্ছি ভয়।
কাটলে পরে ভেংচি শুনি
মুখ তেমনই হয় বাঁকা!
থমকে থাকা মুখটা এমন
কাগজজুড়ে রয় আঁকা।
যদি বা কেউ দুষ্টুমিতে
ট্যারা করে চোখ দুটি,
তাতে নাকি নড়বড়ে হয়
দৃষ্টি এবং তার খুঁটি?
বলো এসব সত্যি কী না,
যদি থাকে জানা?
ইয়ে, ওসব দোষে আমি
দোষী ষোলো আনা!
তাই তো আমার ঘুরছে মাথা
ভাবছি আবোল তাবোল,
ট্যারা চোখে কদিন থেকে
দেখছি সবই ডাবল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট