চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

টার্মিনেটর তারকা আর্নল্ড শোয়ার্জেনেগারের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০১৯ | ৪:৪৮ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের জিমে একটি অনুষ্ঠানে হলিউডখ্যাত সিরিজ টার্মিনেটরের সুপার স্টার আর্নল্ড শোয়ার্জনেগারের ওপর হামলা করেছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ‘আর্নল্ড ক্লাসিক আফ্রিকা’ নামের এক অনুষ্ঠানের অংশ হিসেবে শোয়ার্জনেগার সে সময় ভক্তদের সঙ্গে একটি ভিডিও রেকর্ডিং করছিলেন।

ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে ৭১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার সাবেক এই তারকা গভর্নরকে পেছন থেকে ‘ফ্লাইং কিক’ মারতে দেখা গেছে ওই ব্যক্তিকে।

বিবিসি জানিয়েছে, শনিবার জোহানেসবার্গের জিমে অনেক লোকজনের উপস্থিতিতে ঘটনাটি ঘটে। সেখানে তখন অনুষ্ঠানের পাশাপাশি একটি স্কিপিং প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছিল। এরই মধ্যে অজ্ঞাতপরিচয় এক লোক দৌড়ে প্রায় উড়ে গিয়ে জোড়া পায়ে শোয়ার্জনেগারের পিঠে কষে লাথি মারে।

হামলাকারী লাথি মেরে নিজেই নিচে পড়ে যায়। তবে হামলাকারী পড়ে গেলেও টার্মিনেটর তারকা তার পায়ের ওপরই সোজা দাঁড়িয়েছিলেন, তবে আঘাত লাগার সময় তিনি ঝাঁকি খেয়ে সামনের দিকে একটু ঝুঁকে যান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট