চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মিসরে ৪৫০০ বছর আগের সমাধির খোঁজ!

৬ মে, ২০১৯ | ১:২৩ পূর্বাহ্ণ

মিসরের পুরাকীর্তি বিষয়ক মন্ত্রণালয় গিজা পিরামিডের পাশে সাড়ে চার হাজার বছর আগের সমাধির খোঁজ পেয়েছে। যেখানে কাঠের তৈরি রঙ্গিন কফিন ও চুনা পাথরের তৈরি বিভিন্ন মূর্তি আছে। সমাধিস্থলটি গিজা মালভূমির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। যেখানে বিভিন্ন সময়ের সমাধি ও সমাধির জন্য তৈরি বিভিন্ন ভিত এবং পারিবারিক সমাধিস্থলও রয়েছে। মন্ত্রণালয় বলছে, এসব সমাধি খ্রীষ্টপূর্ব ২৫০০ অব্দের। এএফপির একজন চিত্রগ্রাহক সেখানে ঢুকে ছবি তোলার অনুমতি পান। তিনি সমাধিস্থল পরিদর্শনও করেন। সেখানকার দেয়ালে কাঠের তৈরি সমাধি এবং কাঠ ও পাথরের মধ্যে আঁকা মানুষ এবং বিভিন্ন প্রাণীর চিত্র দেখতে পান তিনি। মন্ত্রণালয় বলছে, সেই সমাধিস্থলটি ছিল দুজন মানুষের। যার মধ্যে প্রথমজন বেহুনি কা যিনি ধর্মযাজক ও বিচারকসহ সাতটি ভিন্ন পরিচয়ে পরিচিত ছিলেন সবার কাছে। অন্যজন হলেন নওই। গ্রেট প্রদেশের প্রধান ও প্রাচীন মিসরের রাজা খাফরের কাছের মানুষ হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট