চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

অবশেষে ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি’র দেখা পেলো পরিবার

২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়।

ইন্টারন্যাশনাল ডেস্ক : অবশেষে কাশ্মিরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লাহ এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতির সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলো তাদের পরিবার। গ্রেফতারের প্রায় এক মাস পর কাশ্মিরের সাবেক এ দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি জানিয়েছে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে। ৩৭০ ধারা বাতিলের ঘোষণা দেওয়ার আগেই সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিকে আটক করা হয়। তখন থেকে পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছিলেন না।
সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি ওই দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন পরিবারের সদস্যরা। ওমর আবদুল্লাহর পরিবার এই সপ্তাহে দু’বার শ্রীনগরের হরি নিবাসে তার সঙ্গে দেখা করেছেন। তার বোন সাফিয়া এবং তার সন্তানদেরও শনিবার (৩১ আগস্ট) ২০ মিনিটের জন্য আবদুল্লাহর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। ওমর আবদুল্লাহর সঙ্গে দেখা করার অনুমতি পাওয়ার আগে সাফিয়া এবং তার চাচি বেশ কয়েকবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন। কর্মকর্তারা তাদের ফোনে যোগাযোগের অনুমতি দিলে তারা ১২ আগস্ট আবদুল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পান। ওমর আবদুল্লাহর বাবা এবং তিনবারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকেও গৃহবন্দী করা হয়েছে, তার সঙ্গে ফোনে যোগাযোগেরও কোনও অনুমতি দেওয়া হয়নি।

শেয়ার করুন