চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মিশরের কায়রোতে আবাসিক ভবন ধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২৩ | ৯:২৩ অপরাহ্ণ

মিশরের রাজধানী কায়রোতে আবাসিক ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪ জন।

 

সোমবার (১৭ জুলাই) কায়রোর হাদাইক আল-কুব্বাহের এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো থেকে দুই মাইল দূরের হাদায়েক আল-কুব্বাহ এলাকায় একটি আবাসিক ভবন ধসে পড়েছে। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৯ জনের লাশ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। ভবন ধসের এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ পাশের একটি আবাসিক ভবন খালি করেছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর কায়রোর ডেপুটি গভর্নর হোসাম ফাওজি বলেছেন, ভবনের নিচতলার একজন বাসিন্দা রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন কয়েকটি দেয়াল সরিয়ে ফেলেন। সে কারণেই ভবন ধসের ঘটনা ঘটেছে। ওইব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হবে।

দেশটির সামাজিক সংহতি মন্ত্রণালয় ভবন ধসের ঘটনায় নিহতদের পরিবারকে ৬০ হাজার মিশরীয় পাউন্ড ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট