চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গু নিধনে ডিএনসিসির ১০ দিনব্যাপী চিরুনি অভিযান
ডেঙ্গু নিধনে ডিএনসিসির ১০ দিনব্যাপী চিরুনি অভিযান

এশিয়ায় ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০১৯ | ৯:৩৩ অপরাহ্ণ

দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু । রাজধানীর বেশির ভাগ পরিবারের এক বা একাধিক সদস্য এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে

দিন দিন রাজধানীতে এর প্রকোপ বাড়ছে। মশাবাহিত এ রোগের বিস্তারে রাজধানীবাসীর ভেতরে আতঙ্ক বিরাজ করছে।

তবে শুধু বাংলাদেশ নয়, এশিয়ার বেশ কয়েকটি দেশে ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটছে। গত এক সপ্তাহে সিঙ্গাপুরে ডেঙ্গু আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছে ৬৫২টি। সব মিলিয়ে এ বছর দেশটিতে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আট হাজার ২৩টি।

চলতি বছর ফিলিপাইনে ডেঙ্গুতে মারা গেছেন অন্তত ৪৫৬ জন । আক্রান্ত হয়েছেন এক লাখ ছয় হাজারের বেশি। এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় ৮৫ ভাগ বেশি বলে জানায় দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতির ভয়াবহতায় দেশজুড়ে জাতীয় ডেঙ্গু সতর্কতা জারি করেছে ফিলিপাইন।

থাইল্যান্ডে ডেঙ্গুতে প্রাণ গেছে অন্তত ৬২ জনের। আক্রান্ত হয়েছেন ৪৪ হজারের বেশি। প্রায় সাড়ে চার হাজার রোগী  গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে। মালয়েশিয়ায় ডেঙ্গুতে মারা গেছেন একজন। আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার।

এছাড়া চীন,কম্বোডিয়া ও ভিয়েতনামেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে মহামারী আকারে।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট