চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তুরস্কের হাসপাতালে আগুনে ৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২০ | ১০:৪৮ অপরাহ্ণ

তুরস্কের একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে ৯ জন রোগী মারা গেছে। নিহতরা সবাই করোনাক্রান্ত হয়ে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীদের জন্য ব্যবহৃত অক্সিজেন থেরাপি মেশিনে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর আইসিইউতে চিকিৎসারত আরও ১৪ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট