চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

শেখ হাসিনাসহ বিশ^ নেতৃবৃন্দের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস

২৪ মে, ২০১৯ | ২:৫৪ পূর্বাহ্ণ

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ^ নেতৃবৃন্দ। গতকাল এক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘সরকার ও বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে, বিজেপির এই জয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ১৭তম লোকসভার নির্বাচনে এই জয় বিশ্বের বড় গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের জনগণের আপনার প্রতি আস্তার প্রতিফলন।’ তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কঠিন সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল দৃঢ়।’ অন্যদিকে বিশ্বনেতাদের মধ্য থেকে এরইমধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদীকে ‘বন্ধু’ সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু তার টুইটার অ্যাকাউন্টে মোদীকে উদ্দেশ্য করে বলেন, ‘সাবাশ, আমার বন্ধু! নির্বাচনের এ ফলাফলের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে তোমার নেতৃত্ব আরও পোক্ত হলো। ভারত ও ইসরায়েলের মধ্যকার মহান বন্ধুত্বকে আরও দৃঢ়তর করতে আমরা একসঙ্গে কাজ করে যাবো।’ এদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও।

শেয়ার করুন