চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সু স্থ থা কু ন

হাঁচি-কাশি মিনি পারমাণবিক বোমার মতো : গবেষণা

১২ জানুয়ারি, ২০২১ | ১২:২৩ অপরাহ্ণ

ফেস মাস্ক এক সময়ে বিরল দৃশ্য হলেও, করোনা মহামারির এ সময়ে তা বাধ্যতামূলক। ফেস মাস্ক ছাড়া রাস্তায় বের হলে জরিমানার বিধানও করেছে সরকার। আর এবার নতুন একটি গবেষণার ফল আপনার কাছে ফেস মাস্কের গুরুত্ব আরো বাড়িয়ে তুলতে পারে।

যুক্তরাজ্যের লফবারো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সতর্ক করে বলেছেন, হাঁচি এবং কাশি ‘মিনি পারমাণবিক বোমা’র মতো কাজ করে এবং নিয়মিতভাবে তা দুই মিটার দূরত্ব ছাড়িয়ে যায়। গবেষকরা তাদের গবেষণায় একটি গাণিতিক মডেল তৈরি করেছিলেন। যেখানে দেখা গেছে, হাঁচি-কাশির সময় মানুষের নাক বা মুখ থেকে যে ড্রপলেটস বের হয় তা বাতাসের মাধ্যমে সাড়ে তিন মিটারের বেশি দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে।

গবেষণার নেতৃত্বদানকারী ডা. এমিলিয়ানো রেনজি বলেন, আমাদের গবেষণা প্রমাণ করে যে, হাঁচি-কাশির বড় ড্রপলেটস মাটিতে পড়ার আগে দুই মিটার পর্যন্ত হরিজন্টাল রেঞ্জকে অবিচ্ছিন্নভাবে অতিক্রম করে। কিছুক্ষেত্রে এসব ড্রপলেটস সাড়ে তিন মিটার পর্যন্ত ছড়াতে পারে, যা মিনি পারমাণবিক বোমার মতো কাজ করে। তাই বড় ড্রপলেটস থেকে সংক্রমণ এড়াতে দুই মিটারের শারীরিক দূরত্বের নির্দেশনা পর্যাপ্ত নাও হতে পারে।

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট