চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অতি ধনী বৃদ্ধির হারে চীন-যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

৮ জানুয়ারি, ২০২১ | ৯:৪৮ অপরাহ্ণ

২০২০ সালের মার্চে মহামারি করোনার আবির্ভাবের শুরুতে ব্যাংকে কোটি টাকার বেশি আমানত রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাউন্টের সংখ্যা ছিল ৮২ হাজার ৬২৫টি। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসে এই একাউন্টের সংখ্যা বেড়েছে ৪ হাজার ৮৬৩টি। এ নিয়ে মোট একাউন্টের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৪৮৮টি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ৮৭ হাজার ৪৮৮টির মধ্যে ব্যক্তি একাউন্টের পাশাপাশি প্রাতিষ্ঠানিক একাউন্টও রয়েছে। প্রতিটি প্রাতিষ্ঠানিক একাউন্টের পেছনে কোন না কোন ব্যক্তি রয়েছেন। সেহিসেবে ব্যাংকে কোটি টাকার বেশি আছে—এমন আমানতের সংখ্যা বেড়ে যাওয়া মানেই দেশে নতুন করে কোটিপতির সংখ্যা বেড়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদও বলেন, নামে অথবা প্রতিষ্ঠানের নামে কোটি টাকার ওপরে আমানত রাখা একাউন্টের সংখ্যা বাড়া মানেই কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়ে যাওয়া।’ যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্সের প্রতিবেদনের সূত্র ধরে তিনি উল্লেখ করেন, অতি ধনী বৃদ্ধির হারের দিক থেকে চীন ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে যাচ্ছে বাংলাদেশ।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট