চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মায়া’র শেষকৃত্য সম্পন্ন

২০ মে, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

মঞ্চ নাটক, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ (৭০) আর নেই। রোববার সকাল পৌনে ৯টার দিকে যশোরের বেসরকারি ক্লিনিক কুইন্স হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিকেলে যশোর নীলগঞ্জ মহাশ্মশানের তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি ৬ ছেলেমেয়ে রেখে গেছেন। বড় ছেলে দীপক ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, মায়া ঘোষ ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর যশোরের মণিরামপুর উপজেলার প্রতাপকাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শংকর প্রসাদ গাঙ্গুলি। পরবর্তীতে একই উপজেলার মাছনা-খানপুর গ্রামের দিলীপ ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮৪ সালে তারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
এর আগে ১৯৮১সালে ‘পাতাল বিজয়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ডিবি’তে অভিনয় করেছেন। মায়া ঘোষের বড় ছেলে দীপক ঘোষ জানান, ২০০০ সালে তার মায়ের শরীরে ক্যান্সার ধরে পড়ে। ২০০১ সালের ফেব্রুুয়ারিতে কলকতার সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতালে চিকিৎসা শুরু হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট