চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ট্র্যাব এওয়ার্ডে শ্রেষ্ঠ মডেল চট্টগ্রামের খালেদ হোসেন চৌধুরী

বিজ্ঞপ্তি

২৫ নভেম্বর, ২০২৪ | ১২:১৯ অপরাহ্ণ

টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এওয়ার্ড-২০২৪-এ শ্রেষ্ঠ মডেল হিসেবে ভূষিত হলেন চট্টগ্রামের খালেদ হোসেন চৌধুরী।

 

‘২৫তম ট্র্যাব এওয়ার্ড-২০২৪’ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই এওয়ার্ড প্রদান করা হয়। এ সময় শ্রেষ্ঠ মডেল হিসেবে এই অনন্য পুরস্কার পান খালেদ হোসেন চৌধুরী।

 

এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, পরিবেশ বিজ্ঞানী ও কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তম, বাচসাস’র সভাপতি কামরুল হাসান দর্পণ, বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান প্রমুখ।

 

অনুষ্ঠানে খালেদ হোসেন চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী।

 

সম্মাননা প্রসঙ্গে মডেল খালেদ হোসেন চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেকোন কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে করে কাজের প্রতি ভালোবাসা, ভালোলাগা ও দায়বদ্ধতা বেড়ে যায়।

 

তিনি আরও বলেন, কোন নির্দিষ্ট গতিতে নিজেকে আটকে আর রাখতে চাই না। সবসময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। বৈচিত্র্য আছে এমন গল্পে কাজ করতে চাই।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট