চট্টগ্রাম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

বই বিতরণ অনুষ্ঠানে এমপি মোস্তাফিজ

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে শিশুরা স্বাধীনতা সম্পর্কে জানবে

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

২০ ডিসেম্বর, ২০১৯ | ৩:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে প্রকাশিত বই গত ১৭ ডিসেম্বর বিতরণ করা হয়েছে।

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষকদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে সম্পন্ন হয়। প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বইটি পড়ে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়ত আবু সুফিয়ান, আবু বকর সিদ্দিকী, প্রধান শিক্ষক শহিদুল্লাহ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রশিক্ষক সেলিম উদ্দীন প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ, বদরুদ্দীন চৌধুরী, জুবায়ের জসিম, রেজাউল করিম প্রমুখ। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত বই বিতরণ ও সমন্বয় সভায়, বিদ্যালয়ে বিদ্যুৎ সমস্যা, নলকূপ সমস্যা ও শ্রেণিকক্ষ সমস্যা তুলে ধরেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট