চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

পেনিনসুলায় শত পদের রাজকীয় ইফতার-সেহরি

নিজস্ব প্রতিবেদক

৫ মার্চ, ২০২৫ | ১২:৩৩ অপরাহ্ণ

নগরবাসীকে ভিন্ন স্বাদের আমেজ দিতে দেশীয় এবং আন্তর্জাতিক খাবারের নিত্য-নতুন আইটেম আর আকর্ষণীয় শতাধিক পদের রাজকীয় ইফতারের আয়োজন করেছে বন্দরনগরীর অভিজাত হোটেল দি পেনিনসুলা। ভোজন রসিকদের সুবিধার্থে রাখা হয়েছে ইফতারের নানা প্যাকেজও। যেখানে মিলছে একটি কিনলে একটি ফ্রি অফার। টাটকা ও স্বাস্থ্যসম্মতভাবে হোম ডেলিভারির জন্য ফুডপান্ডা এবং পাঠাও’র মাধ্যমে অনলাইন অর্ডারের সুবিধা রাখা হয়েছে। ফলে ঘরে বসে অনলাইনে অর্ডার দিয়েও এসব খাবার উপভোগ করতে পারবেন ভোজন রসিকরা।

 

এছাড়াও রাজকীয় ইফতার আয়োজন নিয়ে চলছে ‘রমজান ইফতার ফিস্ট’। পেনিনসুলার এক্সিকিউটিভ শেফের তত্ত্বাবধানে ঘরোয়া পরিবেশে তৈরি শতাধিক সুস্বাদু খাবারের মেন্যুতে সাজানো হয়েছে রমজান মাসব্যাপী ইফতার ও ডিনার আয়োজন। পেনিনসুলার কর্মকর্তারা জানান, প্রতিবছর রমজান মাসে পেনিনসুলা চিটাগাং অতিথিদের জন্য বিশেষ শেফের তত্ত্বাবধানে ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় ইফতার ও ডিনারের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এবারও ১০০ পদের বেশি দেশি ও আন্তর্জাতিক মেন্যু দিয়ে সাজানো হয়েছে ইফতার ও ডিনার। এর বাইরে বাংলা প্ল্যাটার, এশিয়ান প্ল্যাটার ও কন্টিনেন্টাল প্ল্যাটার রয়েছে অতিথিদের জন্য। তাছাড়া ফুডপান্ডা, পাঠাও ফুডের মাধ্যমে ঘরে বসেও এসব খাবার পাওয়া যাবে।

 

অফারগুলোর মধ্যে একটি ‘ইফতার বোনানজা’ স্প্রেড। এর মধ্যে রয়েছে ইফতার টেকওয়ে বক্স মাত্র ১২০০ টাকা। থাকছে পটেটো মোজারেলা স্টিকস, কর্ন ফ্লেক্স ক্রাস্টেড চিকেন, মেক্সিকান চিকেন এঞ্জেল পিজ্জা, হানি বি বিবিকিউ চিকেন স্কেভারস, টেংরি কাবাব, স্কচবেল কাবাব, বেগেফেবল, বেগফেল, মেক্সিকান চিকেন পিজ্জাসহ বিভিন্ন ধরনের সুস্বাদু আইটেম। এছাড়াও ইফতার মেন্যুতে রয়েছে কোফতা কাবাব, হালিম, আস্ত তন্দুরি চিকেন, বিফ তেহারি, জিলাপি, বাসবউসা, খেজুর পুডিং এবং আরও অনেক কিছু।

 

অপরদিকে, পেনিনসুলার বিশেষ ইফতার আয়োজনে রয়েছে মাত্র ১ হাজার ৫০ টাকায় ট্র্যাডিশনাল প্ল্যাটার, ১৪শ টাকায় কন্টিনেন্টাল প্ল্যাটার এবং ১ হাজার ৭৫০ টাকায় পেনিনসুলা প্ল্যাটার, যা পেনিনসুলার অভ্যন্তরীণ আউটলেটে পরিবার এবং বন্ধুদের সাথে উপভোগ করা যাবে। ২৩০০ টাকায় ওজন প্ল্যাটার উপভোগ করা যাবে পেনিনসুলার ওজন লাউঞ্জে। এছাড়াও ১৫০০ টাকা থেকে শুরু করে কর্পোরেট ইফতার বক্স এবং ৯৫০ টাকা থেকে ব্যাঙ্কুয়েট ইফতার প্যাকেজের সুবিধা দিচ্ছে পেনিনসুলা।

 

আলোচ্য অফার ছাড়াও মিলছে ‘একটি কিনলে একটি ফ্রি’র মতো অফারও। এর মধ্যে পেনিনসুলার লেগুনা এবং সিরাস স্কাই ডাইনিংয়ে জনপ্রতি ৪২০০ টাকায় ইফতার ও ডিনার বুফে উপভোগ করতে পারবেন অতিথিরা। নির্দিষ্ট কার্ডে ৪২০০ টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং ৬০০০ টাকায় বাই ওয়ান গেট থ্রি ফ্রি অফার রয়েছে। এছাড়া সেহরির জন্য লেগুনা রেস্টুরেন্টে মাত্র ২০০০ টাকায় স্পেশাল বুফে উপভোগ করতে পারবেন অতিথিরা। নির্দিষ্ট কার্ডে ৪০০০ টাকায় বাই ওয়ান গেট থ্রি ফ্রি অফার রয়েছে সেহরিতে।

 

পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন বলেন, এবারের রমজানে অতিথিরা আমাদের এক্সিকিউটিভ শেফ মিলরয় নানায়াক্কারা এবং তার পেশাদার শেফ টিমের দ্বারা তৈরি রমজানের বিশেষায়িত ইফতার উপভোগ করতে পারবেন। এবারে আমরা শতাধিক মেন্যু রেখেছি, যা অতিথিরা উপভোগ করতে পারবেন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট