চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

এসিডি’র এমআরসি প্রকল্পের অবহিতকরণ সভা

‘অভ্যন্তরীণ অভিবাসীদের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে’

বিজ্ঞপ্তি

১৩ নভেম্বর, ২০২৪ | ৭:০১ অপরাহ্ণ

অভ্যন্তরীণ অভিবাসীদের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিতভাবে কাজ করতে হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) এসিডি’র আয়োজনে এবং পিপল কারেজ ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় মাইগ্র্যান্টস রেজিলিয়েন্স কলাবোরেটিভ (এমআরসি) প্রকল্পের আওতায় ‘ফস্টারিং রেসিলিয়েন্স এন্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস’ জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। তিনি বলেন, অভ্যন্তরীণ অভিবাসীদের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে, একই সাথে সুযোগ সুবিধা আগের তুলনায় অনেক গুণ বেড়েছে। অভ্যন্তরীণ অভিবাসীদের সরকারি প্রণোদনাসহ অনেক সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে।

 

অভ্যন্তরীণ অভিবাসীদের সেবাদানকারীদের মধ্যে সমন্বয় ঘটাতে পারলে সুশাসন প্রতিষ্ঠা হবে। অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য সরকারের যে উদ্যোগ তা সফল হবে। অভ্যন্তরীণ অভিবাসীদের অধিকার সচেতন করতে হবে এবং তাদের উন্নয়নে সকলকে একসাথে কাজ করারও আহ্বান জানান।

 

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা শ্রম ও কর্মসংস্থান বিভাগের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম সহকারি পরিচালক মো. ওয়াহিদুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী আব্দুল হান্নান আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাব্বির আহমদে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক নিক্সন চৌধুরী, সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী প্রমুখ।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন এসিডি’র প্রকল্প পরিচালক শারমিন সুবরিনা। অনুষ্ঠানের উন্মুক্ত পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মো. জাহাঙ্গীর আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা ইলমা’র জেসমিন সুলতানা পারু, এডভোকেট দিল আফরোজ, গরীবে নেওয়াজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মনজুর, চট্টগ্রাম শহর সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর প্রমুখ।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট