চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ডবলমুরিংয়ে ভবন মালিকের বোনকে কোপানোর ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মনছুরাবাদ এলাকায় ভবন মালিককে না পেয়ে তার বোনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নুরনেছা বেগম রুবি। মামলায় চারজনের নাম উল্লেখ করে আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসাামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- মো. মোস্তাফিজুর রহমান ওরফে সুমন
(৩৫), মিজানুর রহমান ওরফে সাইমন (৩০), আব্দুর রহমান (৫৫) ও পারভিন আক্তার (৪৫)।

জানা গেছে, ২০২১ সালের মার্চে বাড়ির নির্মাণকাজ এবং চারপাশে দেয়াল তৈরির জন্য ভবন মালিক মো. আজিম রনির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সে সময় চাঁদা না পেয়ে আসামিরা ভুক্তভোগীর নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলে। এ সময় আজিম বাধা দিলে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে এলাকার বাসিন্দারা এগিয়ে এসে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনার সাড়ে তিনবছর পর আসামিরা আবারও চাঁদা দাবি করে। কিন্তু আজিম চাঁদার টাকা না দিতে চাইলে আসামিরা গত ১১ সেপ্টেম্বর সকালে আবারও তার বাড়িতে হামলা চালায়। ওই সময় আজিম তার কর্মস্থলে ছিল। আজিমকে না পেয়ে তার বড় বোন নুরনেছা বেগম রুবির উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে পরে প্রতিবেশিরা এসে রুবিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। আবারও ঘটনাস্থলে যাবো। তবে ঘটনায় জড়িতদের এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট