চট্টগ্রাম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

চসিকের দুই প্রকৌশলীকে ওএসডি, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক

১২ জুন, ২০২৪ | ৯:৩২ অপরাহ্ণ

ঘুষ লেনদেনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই প্রকৌশলীকে ওএসডি করা হয়েছে। বুধবার (১২ জুন) চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের ওএসডি করে প্রধান কার্যালয়ে সচিবালয় বিভাগে যুক্ত করা হয়েছে।

 

দুই প্রকৌশলী হলেন- নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রিফাতুল করিম চৌধুরী এবং উপ-সহকারী প্রকৌশলী জয়নাল আবেদিন।

 

২০২০ সালে ১৯ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা উন্নয়নে ৩ কোটি ২১ লাখ টাকার কাজে ৬১ লাখ টাকা ঘুষ নেন অভিযুক্ত এই দুই প্রকৌশলী। এ নিয়ে গতকাল একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতেই অভিযুক্ত দুই প্রকৌশলীকে ওএসডি করা হয়েছে। এই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে চসিক। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লফিফুল হক কাজমীকে কমিটির আহ্বায়ক ও আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে সদস্য এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট