চট্টগ্রাম রবিবার, ১৬ জুন, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক

২৩ মে, ২০২৪ | ৯:৫২ অপরাহ্ণ

আমদানি নিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগে চট্টগ্রাম কাস্টমসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (২৩ মে) এই অভিযানে অংশ নেন দুদক চট্টগ্রাম অফিসের কর্মকর্তারা।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, চট্টগ্রাম কাস্টমস হাউজের কিছু কর্মকর্তার বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগ পায় দুদক। পরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে চট্টগ্রাম কাস্টম হাউজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুদক সদস্যরা ওই অফিসের এআইআর শাখা থেকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানে পাওয়া তথ্য যাচাই করে কমিশনের সিদ্ধান্ত চেয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট