চট্টগ্রাম রবিবার, ১৬ জুন, ২০২৪

সর্বশেষ:

মহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার শুক্রবার

বিজ্ঞপ্তি

২৩ মে, ২০২৪ | ৯:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর ইউনিটের জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার প্রদান ও শিশু উৎসব আগামী শুক্রবার (২৪ মে) বিকেল ৩টায় নগরের ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসনিক) প্রফেসর ড. সেকান্দর চৌধুরী।

জিনিয়াস চেয়ারম্যান এম আর আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপু সহ বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

অনুুষ্ঠানে কে জি শ্রেণি হতে অষ্টম শ্রেণির ৪৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের যথাসময়ে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণের আহ্বান জানিয়েছেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট