চট্টগ্রাম রবিবার, ১৬ জুন, ২০২৪

সর্বশেষ:

চান্দগাঁওয়ে ইয়াবা নিয়ে দুই যুবক ধরা

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৪ | ৮:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ৪ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্প‌তিবার (২৩ মে) বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- বাসচালক শওকত ওসমান (৩৩) ও মো. শাহজাহান (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ক‌বির। তিনি বলেন, বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দুই যুবক জানায়- তারা কক্সবাজার থেকে বাস-বাইকযোগে চট্টগ্রামে ইয়াবা সরবরাহ করে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট