চট্টগ্রাম রবিবার, ১৬ জুন, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ফুটপাতের ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক

২৩ মে, ২০২৪ | ৮:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকার ফুটপাত থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (২৩ মে) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে নিউমার্কেট মোড়, স্টেশন রোড, জুবিলী রোড, অমরচাঁদ রোডে ফুটপাত ও রাস্তা থেকে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদসহ মালামাল জব্দ করা হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটগণকে চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট