চট্টগ্রাম রবিবার, ১৬ জুন, ২০২৪

জামিন পেলেই আবার ডাকাতি করে তারা

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৪ | ১২:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর তীর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়। বুধবার (২২ মে) নগরীর কর্ণফুলী নদীর তীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- সোহেল প্রকাশ ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন প্রকাশ মাইকেল (৩৭), মো. তুষার (১৯) ও মো. রুবেল (২২)।

 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডের এস আলম বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর তীরে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। জেল থেকে জামিনে বের হয়ে আবারও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট