১৩ম ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে উৎসবে মেতেছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ভারতের মাটিতে টাইগারদের ব্যর্থতা, উৎসবের মঞ্চকে মলিন করলেও বৈশ্বিক ক্রিকেট আসরটিকে দারুণ উপভোগ করেছেন ক্রিকেট ভক্তরা। তাদের সেই উপভোগের মাত্রাটা আরও বেড়ে যায় দৈনিক পূর্বকোণে কুইজের কারণে। মুজিববর্ষে দেশসেরা আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণ এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় আয়োজন করে কুইজ ধামাকার।
৪৫ ম্যাচের গ্রুপ পর্বে ৫টি, সেমিফাইনালের ২টি ও ফাইনাল মিলিয়ে পুরো আসর জুড়েই পাঠকদের সাথে ছিল দৈনিক পূর্বকোণ। কুইজ ধামাকায় জমা পড়া কূপনের সংখ্যাই বলে দেয় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল পাঠকদেরও। অন্যান্য পর্বের মতো ফাইনালেও জমা পড়ে হাজার হাজার কুপন। স্বাগতিক হিসাবে অনেকেই ভারতকে বিজয়ী ধরলেও আসরে শেষ হাসি ছিল অস্ট্রেলিয়ার।
গতকাল পূর্বকোণ সেন্টারে অনুষ্ঠিত হয় ফাইনালের ড্র। তাতে অতিথি ছিলেন ক্রিকেট মহাযজ্ঞে দৈনিক পূর্বকোণে নিয়মিত প্রিভিউ-রিভিউ’র কলাম লেখা ক্রীড়া ব্যক্তিত্ব নিখিল রঞ্জন দাস। অতিথির তালিকায় ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য ও কল্লোল সংঘের ভাইস প্রেসিডেন্ট সংগঠক নাসির মিঞা। উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান, পূর্বকোণ গ্রুপের পরিচালক জাসির চৌধুরী, দৈনিক পূর্বকোণের জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল মোজাম্মেল জিলানী, বিজ্ঞাপন নির্বাহী তসলিম নেওয়াজ, ক্রীড়া প্রতিবেদক হুমায়ুন কবির কিরণ, বিভাষ দত্ত, ফটোগ্রাফার শরীফ চৌধুরী, কল্লোল সংঘ গ্রিনের কাউন্সিলর জসিমুল হুদা, নিমতলা লায়ন্স ক্লাবের কাউন্সিলর সোহেল আহমেদ, কল্লোল সংঘের কোষাধ্যক্ষ হাজি মাহবুব আলম রাজিব।
গতকালের ড্র অনুষ্ঠানে অতিথিগণ প্রথম পুরস্কার বিজয়ী হিসাবে যে কুপনটি তুলেন তাতে নাম ছিল নাসিরাবাদ কসমোপলিটনের মাঈনউদ্দিন চৌধুরীর। তিনি প্রথম পুরস্কারে ফ্রিজ জয় করেন। দ্বিতীয় পুরস্কার ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি জিতেন মেহেদীবাগের আবরার মাসুদ। তৃতীয় পুরস্কার খাজা রোডের আরিফিন খাজা। ফাইনাল কুইজে চতুর্থ পুরস্কার ছিল ৫টি স্মার্ট ওয়াচ। লটারিতে সেখানে বিজয়ীর কুপনগুলোতে নাম আসে যথাক্রমে চকবাজারের মোবারক হোসেন খান, শাহ আমানতের মো. এনায়েত, ডিসি রোডের ভট্টাচার্য, রুমঘাটার শারমিন ও কাজেম আলী রোডের শাহেদ মোমেন। প্রতিটি পর্বের বিজয়ীদের সাথে প্রদত্ত মুঠোফোন নম্বরে যোগাযোগ করে পুরস্কার শীঘ্রই বুঝিয়ে দেয়া হবে। পুরস্কার প্রদানের তারিখ দৈনিক পূর্বকোণে প্রকাশিত হবে।
পূর্বকোণ/আরডি