চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

টাইগারপাসে পাহাড় ধস, সাড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

৪ আগস্ট, ২০২৩ | ৬:৪৪ অপরাহ্ণ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের লালখান বাজার-টাইগার পাস সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সড়কটির একপাশ প্রায় সাড়ে তিনঘণ্টা ধরে মাটি সরানোর কাজে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সড়কটির ব্যবহারকারী যাত্রীরা। ওই সড়কে চলাচলরত কালো রঙের একটি নোহা গাড়িতে মাটি আছড়ে পড়লে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, টাইগারপাসে রেলওয়ের মালিকানাধীন একটি পাহাড়ের একাংশ ধসে পাশে সিডিএ এভিনিউ সড়কে ছিটকে পড়ে। এতে সড়কের এক পাশে প্রায় সাড়ে তিনঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা এসে মাটি সরিয়ে নিলে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ সময় মাটি চাপাপড়া গাড়িটিও সরিয়ে নেয়া হয়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট