চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

শিরিষ তলায় পক্ষকালব্যাপী বৃক্ষমেলা শুরু ৩১ জুলাই

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৩ | ২:৪১ অপরাহ্ণ

‘গাছ লাগিয়ে যত্ন করে সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে সবুজপ্রেমীদের জন্য পক্ষকালব্যাপি বৃক্ষমেলা বসছে নগরীর সিআরবি শিরিষ তলায়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলা চলবে আগামী ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত।

 

চট্টগ্রাম বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুল মালেক জানান, ১৫দিন ধরে চলবে এবারের বৃক্ষ মেলা। ফলদ, বনজ, ওষধিসহ নানা প্রজাতির গাছের ৭০টি স্টল থাকবে মেলায়। ৩১ জুলাই শিরিষ তলায় এ মেলা উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকবেন চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, রেলের পূর্বাঞ্চলের মহা-ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রামের জেলা প্রশাসক এসএম শফি উল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ।

প্রসঙ্গতঃ শোকের মাস হওয়ায় এবারের বৃক্ষ মেলায় কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট