চট্টগ্রাম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মুসলিম ইনস্টিটিউট কমপ্লেক্সের কাজ ৮৯ শতাংশ সম্পন্ন

বিজ্ঞপ্তি

২০ জুলাই, ২০২৩ | ১:১৯ অপরাহ্ণ

বিগত কয়েক বছরে চট্টগ্রামেও বিভিন্ন অধিদপ্তরের বহু প্রকল্পের কাজ শেষ হলেও কিছু কাজ এখনও চলমান রয়েছে। গণপূর্ত অধিদপ্তরের অধীন চট্টগ্রামে উন্নয়ন কাজগুলোর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো।

 

চট্টগ্রাম সিজিএস কলোনিতে গেল অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নয়টি ২০ তলা আবাসিক ভবনে মোট-৬৮৪টি ফ্ল্যাটের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। এতে প্রায় ৪৬ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে। চট্টগ্রামে  এসকল আধুনিক ফ্ল্যাটে ৬৮৪টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার থাকতে পারবেন। এর ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সমস্যা অনেকটা কেটে যাবে।

 

এছাড়া চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন কাজের ৮৯ শতাংশ অগ্রগতি সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের জন্য ২৮ কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

 

চট্টগ্রামে প্রথমবারের মতো প্রতিষ্ঠা হচ্ছে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি। নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক সংলগ্ন কর্ণফুলী নদীর পাড়ে এটি নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। অধিগ্রহণকৃত ভূমিতে ভবন নির্মাণে কার্যক্রম শুরু করছে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর।

 

এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে ১৫টি উপজেলার ১৯১টি ইউনিয়নের প্রত্যেকটিতে খেলার মাঠ করার পাশাপাশি মাঠের পাশে বিনোদনের আলাদা মঞ্চ তৈরি কার্যক্রম শুরু হয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট